চট্রগ্রামের বন্দরটিলায় সিপিআরএস মানবাধিকার সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

ডেস্ক নিউজ:১৫ আগষ্ট
নগরীর ইপিজেড এলাকায় মানবাধিকার সংস্থা (সিপিআরএস) চট্রগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ১৫ আগষ্ট মংগলবার সন্ধ্যায় বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল উপদেষ্টা সদস্য মোঃ শামসুল আলমের সভাপতিত্বে ও ‌মানবাধিকার নেতা মোঃ ফারুক নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সিপিআর এস মানবাধিকার সংস্থার বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, আরো বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াজ ঘরামী,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ খাইরুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদস্য মারুফা আক্তার, মোঃ ইলিয়াস, মোঃ ইব্রাহীম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবন্ধুর স্বদেশ ভালোবাসার আদর্শ রাজনীতি আগামী প্রজন্মের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব দেশ পেয়েছি আর ভাষা আন্দোলনের মাধ্যমে একটি লাল সবুজ পতাকা পেয়েছি। আসুন, আগামীতে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কে আবারো ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়।
পরিশেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ খাইরুল আলম।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৪৮)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১