ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি – আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান

নিউজ ডেস্ক:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

 

 

গত ১৫ আগস্ট মঙ্গলবার বিকালে চাঁদপুরশহরের কালীবাড়ি টাউন হল মার্কেটের ৩য় তলায় সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এসময় তিনি তার বক্তব্য বলেন ১৫ই আগষ্ট জাতির জন্য একটি কালো অধ্যায়। এদিনে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবাই কে নির্মমভাবে হত্যা করেছে। আমি মৎস্যজীবি লীগের পক্ষ থেকে খুনি ও হত্যাকারীদের বাংলার মাটি থেকে বিতাড়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আদর্শ জননেতা ছিলেন যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে এদেশে স্বাধীন হত না।

 

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, রাবেয়া বেগম, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজান খান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আছমা আক্তার, লতা আক্তার প্রমূখ।

এছাড়াও তিনি তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৮৫নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং তিনি অত্র প্রতিষ্ঠানের ভূমি দাতা। তারপর তিনি তার পিতা ও মাথার কবর জিয়ারত করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন। বাদ যোহর ইসলামপুর গাছতলা জামে মসজিদে বঙ্গবন্ধুর পরিবারের রুহের আত্মার মাগফেরাত কমনা করে জন দোয়ার আয়োজন করেন এবং গাছতলায় দরবার শরীফের খাজা নগরে আম গাছের ছাড়া রোপণ করেন।

দুপুর ২টায় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৭:০৬)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১