তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্ক এনজিওর পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩শ ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার(১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে এসব ফলজ বনজ গাছের চারা এমপি ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল বাসার সুজন প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় সভা সঞ্চালনা করেন তানোর ভার্ক অফিসের শাখা ব্যবস্থাপক মজিবুর রহমান।
সারোয়ার হোসেন
১৬আগস্ট/২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮