বিশেষ প্রতিনিধি:
সিএমপি মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার হামকা গ্রুপ বুশ বাহিনীর প্রধান ০৯মামলার এজাহারনামীয় আইয়ুব আলী আগ্নেয়াস্ত্র,ধারালো অস্ত্র,গুলি ও মাদকসহ গ্রেফতার।
আজ ১৫আগষ্ট সিএমপি সূত্রে জানানো হয়,গত ১৪আগষ্ট (সোমবার) গোপন সংবাদে নগরীর চাঁদগাও থানাধীন ফরিদাপাড়া এলাকায় অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি, ০৩ রাউন্ড পিস্তলের গুলি,০১ টি চাইনিজ কুড়াল ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আইয়ুব আলীকে গ্রেফতার করেন।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিক-নিদের্শনায়,
অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে,পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন এর নেতৃত্বে,এসআই জাহিদুল হাসান, এএসআই/মোবারক হোসেন, এএসআই রনি মজুমদার,এএসআই শাহ সেলিম, এএসআই মিলন কান্তি দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ সক্রিয় অভিযানে অস্ত্র গুলি মাদক সহ আসামিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপির চাঁদগাও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক।