দিন মোহাম্মদ:
চাঁদপুর মতলব দক্ষিণ নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়
১৯৮৭ সালে স্হাপিত হয়ে ১৯৮৮ সালে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলতে গিয়ে ছয়ত্রিশ বছরের ঐতিহ্যের এই প্রতিষ্ঠানে ১৪জন শিক্ষক এবং ৬৭৪ জন ছাত্র ছাত্রী নিয়ে প্রতিবছরে ১১০+ এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন ও ভালো ফলাফল করলেও বিদ্যালয়ের ভবনের জরাজীর্ণতা ও ক্লাসের সমস্যা কঠিন থেকে কঠিনত্বর হয়ে উঠছে।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন জানান, প্রতিষ্ঠানের এই দুর্দশা যেন শোনার কেউ নাই।
শিক্ষা প্রকৌশল গত ২০২০ সালে একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করলেও বাধ্য হয়ে অধ্যাবদি উপায় না থাকায় সেই ভবনে অফিস ও ক্লাস নিতে হয়। অন্যদিকে আরেকটি ভবন আছে যা পরিদর্শনে হলে পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠানটি বাজারের মধ্যখানে হওয়ায় জ্বলাবদ্ধতা তৈরি হয়। প্রতিষ্ঠানের বেশির ভাগ ছাত্র ছাত্রী দরিদ্র ও অসহায়, নদীর পাড়ের মানুষ। চতুর্মুখী সমস্যা জর্জরিত হওয়া সত্বেও ছাত্র ছাত্রী কমতি নেই।
স্কুল সভাপতি লায়ন জয়নুল আবেদীন সহ সংশ্লিষ্ট কমিটির কিছু সদস্য স্কুলের উন্নয়নের ছেষ্টা করেন।
তবে সমস্যা বেশি হওয়ায় সমাধান কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় প্রশাসন, রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী সহ সচেতন নাগরিকদের সুদৃষ্

