৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি :

সিএমপি পাঁচলাইশ থানাধীন এলাকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গত ৩ দিন ধরে ওমর ফারুক আরাফ (১৪) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা যায়।

নিখোঁজ ছাত্র কল্পলোক আবাসিক মানারুল হুদা মাদরাসার নবম শ্রেণির ছাত্র। এবং এম হারুনুর রশীদের পুত্র। নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলার সেইলর্স কলোনির আয়ুবি বিল্ডির বাসিন্দা।

আরাফের পিতা এস এম হারুনুর রশীদ বলেন,আরাফ তার নানা-নানীর সাথে সকাল সাড়ে ৯টায় গত ১৭ সেপ্টেম্বর আমার আত্মীয়কে দেখতে চমেক হাসপাতালে যান। তার নানা-নানি সেখান থেকে তাকে মাদরাসার উদ্দ্যেশে একটি সিএনজি অটোরিক্সায় তুলে দেয়। পরে মাদরাসায় খবর নেওয়া সে মাদরাসায় যায়নি বলে জানা যায়। এরপর থেকে আমরা তার খোঁজে সম্ভ্যাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করি। কোনো হদিস না পেয়ে গত সোমবার পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করি।

ডায়েরি সূত্রে আরো জানা যায়,তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকৃতির।আরাফের পড়নে ছিল আকাশি রংয়ের একটি জোব্বা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. আক্তারুজ্জামান আজাদীকে বলেন, নিখোঁজ ওমর ফারুক আরাফের বিষয়ে আমরা সাধ্যমত চেষ্টা করতেছি। আইনগত যা যা করণীয় আমরা সব করতেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:০২)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০