১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অদ্য ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি: তারিখ রাত ০৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভাস্থ ১৪নং ওয়ার্ড এর বাবুরহাট সাকিনে কুমিল্লা চাঁদপুর সড়কের পাকা রাস্তার পাশে মুজিব স্টোর জমজম সুইটের সামনে হইতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১মোঃ ছাদিকুর রহমান রনি(৩৮), পিতা-বজলুর রহমান, মাতা-শাহাজাদি বেগম ,স্থায়ী: গ্রাম- সোনাইমুড়ী (বজলুর রহমান তপাদার বাড়ী, ৬নং ওয়ার্ড) , উপজেলা/থানা- হাজীগঞ্জ, জেলা -চাঁদপুর ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল ধৃত আসামী মোঃ ছাদিকুর রহমান রনি(৩৮)এর ডান হাতে থাকা হলুদ রংয়ের ০১টি শপিং ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের ইয়ার টাইট যাহা হলুদ রংয়ের কস্টেপ দ্বারা মোড়ানো ৫০ টি প্যাকেট, যাহা প্রতি প্যাকেটে ২০০পিস ইয়াবা ট্যাবলেট করিয়া (২০০X৫০)=১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ১০০০ গ্রাম, মুল্য অনুমান (১০০০০ X ৩০০)=৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৬২, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৬২৪, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২৩; সময়- সকাল ০৬.০৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ কামাল উদ্দিন, এএসআই/মোঃ সাইফুলদের নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:১৫)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১