বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২২শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ উক্ত টুর্নামেন্ট দুটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও খুদে ফুটবলারদের উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে যোগদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এম.পি. মহোদয়। উল্লিখিত টুর্নামেন্ট দুটিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে
চাঁদপুর সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফরিদগঞ্জ উপজেলার সাচিয়া খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রানারস আপ দল যথাক্রমে হাজিগঞ্জ উপজেলার আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মতলব দক্ষিণ উপজেলার
বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার চাঁদপুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, চাঁদপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল, এনএসআই এর উপপরিচালক জনাব শেখ আরমান আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াত জামিল সৈকতসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও এঁর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি এবং অংশগ্রহণকারী সবাইকে মেডেল দিয়ে সম্মানিত করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:২২)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১