ঠাকুরগাঁও প্রতিনিধি: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি পদসৃজন , স্কেল আপগ্রেডেশন ও আন্ত ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি সমূহ আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতি ঠাকুরগাঁও ইউনিটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সারাদেশে ন্যায় ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ আনিসুর রহমান, পদার্থ বিজ্ঞানের শিক্ষক আকতারুল ইসলাম।অর্থনীতির শিক্ষক রবিউল ইসলাম। ইংরেজি বিভাগের প্রধান মানিক সরকার সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় অবিলম্বে ৬দফা দাবি বাস্তবায়ন না হলে কঠর কর্মসূচি ঘোষণা করা হয়। আসছে আগামী দুই অক্টোবর ২০২৩ সারাদেশে একদিনের কর্মবিরতী পালন করা হবে। শিক্ষাক্যাডারের ন্যায্য দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০ অক্টোবর সারাদেশে তিন দিনের কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে সময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও
০১৭১৭৩৩৫৯২৮