আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চাঁদপুর জেলার মোলহেড বড়স্টেশন এলাকায় উক্ত দিবসসমূহ উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত পুলিশ সুপার চাঁদপুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব রতন কুমার মজুমদার, সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন। এসময় তিঁনি চাঁদপুর জেলার পর্যটন পরিস্থিতির উৎকর্ষ সাধনে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন
আলোচনা সভা শেষে চাঁদপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের সৌজন্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সভাস্থলের পাশে এই আয়োজন উপলক্ষে নারী উদ্যোক্তাদের দ্বারা স্থাপিত স্টলসমূহ ঘুরে দেখেন।