চট্টগ্রাম ব্যুরো :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরের তিন আসনে লড়তে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিন আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।
তিন আসনেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক মেয়র নাছির।
গতকাল ১৯ নভেম্বর রবিবার দুপুরের দিকে তিনি মনোনয়নপত্রগুলো জমা দেন।
গত ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া), চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ-ডবলমুরিং) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন তিনটি সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই তিন আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ছাড়াও দীর্ঘদিন ধরে একটানা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এদিকে নগরের তিন আসনে আ জ ম নাছির উদ্দীন প্রার্থী হওয়া নিয়ে চলছে আলোচনা। চায়ের আড্ডা সহ সবখানেই নগরবাসীর আলোচনায় পরিণত হয়েছে এ বিষয় টি। বেশ আলোচনায় আসছে চট্টগ্রাম -৯ আসনটি নিয়ে। এ আসনে বর্তমান সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বড় সন্তান মহিবুল হাসান চৌধুরী রয়েছেন। এবার এ আসনে মনোনয়ন নিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সাধারণ মানুষ মনে করছেন এবং নানান ভাবে ভাবছেন নওফেল নাকি নাছির। নৌকার মাঝি নওফেল নাকি নাছির এখন আলোচনার টেবিলে চলছে তুমুল ঝড়।
আপডেট টাইম : সোমবার, নভেম্বর ২০, ২০২৩, ২৬ বার পঠিত
