চট্টগ্রাম ব্যুরো :
পটিয়া উপজেলাধীন ধলঘাট ইউনিয়নের তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার প্রাঙ্গনে গতকাল ১৯ নভেম্বর রবিবার বৌদ্ধদের জাতীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট’র শিক্ষক প্রয়াত বাসবী বড়ুয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ ‘বেলা শেষের গান’র মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।
মাননীয় উপ-সংঘরাজ ভদন্ত শাসন প্রিয় মহাস্থবির’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রামু রাংকুট বনাশ্রমের অধ্যক্ষ ভদন্ত কে শ্রি জ্যোতি সেন থেরো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। প্রধান ধর্মদেশক ছিলেন ফ্রান্স-বাংলাদেশ বিহারের অধ্যক্ষ জ্যোতিসার থেরো। উদ্বোধনী ভাষণ প্রদান করেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণসেন মহাথেরো, ধর্ম দেশক ভদন্ত আলোকমিত্র থেরো। উক্ত দানোৎসবে চট্টগ্রামের সরিৎ প্রকাশন হতে প্রকাশিত ও সম্পাদিত “বেলা শেষের গান” গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবপ্রিয় বড়ুয়া, সুকুমার বড়ুয়া, মৃণাল কান্তি বড়ুয়া, প্রকৌশলী সংঘরক্ষিত বড়ুয়া, সিআইডি ইনস্পেক্টর বিপুল বড়ুয়া, কাস্টমস কর্মকর্তা(রাজস্ব) বিকাশ কান্তি বড়ুয়া, প্রকাশ বড়ুয়া সুশীল, উদয়ন বড়ুয়া, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক সুব্রত বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা সুভাশীষ বড়ুয়া, ডা. সৌমেন বড়ুয়া, উক্ত বিহারের সভাপতি রনজিৎ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ চৌধুরী বলরাম, পটিয়া শিল্পী পরিষদের সভাপতি অনুপম বড়ুয়া, শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, শিক্ষক কেনেডাম চৌধুরী, মেটলাইফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট কামনাশীষ বড়ুয়া, প্রবীর বড়ুয়া (মানু), শিক্ষক উদয়ন বড়ুয়া, কনক বড়ুয়া, সুনীল বড়ুয়া, সনক বড়ুয়া, লিটন বড়ুয়া, শিক্ষক সজল বড়ুয়া, মুকুল বড়ুয়া, প্রকাশক ও সম্পাদক সরিৎ চৌধুরী সাজু, বিটিভি’র সাংবাদিক প্রকাশ বড়ুয়া, প্রাক্তন ফুটবলার সবুজ বড়ুয়া পিলু, প্রিয়রঞ্জন বড়ুয়া নানকু, তেকোটা প্রতিভার উদ্ধর্তন সভাপতি প্রণব বড়ুয়া, সভাপতি অপু বড়ুয়া ও সাধারণ সম্পাদক চিন্ময় বড়ুয়া প্রমুখ। সামগ্রীক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিপলু বড়ুয়া ও রুবেল বড়ুয়া। অনুষ্ঠান শেষে তেকোটা প্রতিভা কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপডেট টাইম : সোমবার, নভেম্বর ২০, ২০২৩, ৯৭ বার পঠিত