এম.এম কামাল।। জামায়াত, বিএনপির অবৈধ হরতাল, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন ও চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এডভোকেট কবির হোসেন চৌধুরীর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল করেছে, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর (হাইমচর) ৩-আসনের উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির নির্দেশনায় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন ও চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এডভোকেট কবির হোসেন চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের হয়।
বিশাল শান্তি মিছিলে অংশ গ্রহণ করেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, মোঃ মোস্তফা মোল্লা, আবুল হাসানাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর, মোল্লা মোঃ শাহজাহান, মোঃ রাসেল কাজী, পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শিমন, মোঃ সুনুজ্জামান সুমন, আল-আমীন বকউল, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাসেল আখন্দ, মোঃ হান্নান ঢালী, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিএম রাকিব হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন, তরপুরচন্ডী যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ গাজী, ১৪ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ মোস্তফা, ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক মোঃ শুভ, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাকির হোসেন রনি, এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মিছিলটি চাঁদপুর ষোলঘর থেকে সুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ারলেস বাজার হয়ে বাগাদী চৌরাস্তা এবং শহরতলীর বাবুরহাট বাজে চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড, ২-নং আশিকাটি ইউনিয়ন, ৩-নং কল্যাণপুর ইউনিয়ন ও মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেব লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে মিলিত হন করেন এবং ষোলঘর বিশাল শান্তি মিছিলের সমাপ্তি হয়।
আপডেট টাইম : সোমবার, নভেম্বর ২০, ২০২৩, ১৫৪ বার পঠিত