আবুহুমাইর হোছেন বাপ্পি,টেকনাফ,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৫ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলচনা সভা মঙ্গলবার সকালে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া।
বাঁকখালী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় লর্ড ব্যাডেন পাওয়েল এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন গার্ল-ইন-স্কাউট লিডার শাহ মোশাররাফা আল ফাতেমা, স্কাউট মিনহাজুল আারাফাত, স্কাউট আনিসুর রহমান,স্কাউট হৃদম মল্লিক, স্কাউট রাফিদ রহমান রাফি, গার্ল-ইন-স্কাউট হিমাদ্রী বড়ুয়া,গার্ল-ইন-স্কাউট সিফাতুন্নেছা,গার্ল-ইন-স্কাউট পায়েল দে, গার্ল-ইন-স্কাউট শ্রীপর্ণা বড়ুয়া ডীনা ও নিশাত তাবাচ্ছুম প্রমুখ।
প্রধান অতিথি স্কাউটদের উদ্দ্যেশে বলেন, ব্যাডেন পাওয়েল যেরকম মানবতার সেবায় নিজকে উৎসর্গ করেছেন ঠিক তেমনিভাবে স্কাউটিং এর মাধ্যমে নিজকে নৈতিক মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানুষের সেবায় কাজ করার আহবান জানান।