নিজস্ব প্রতিবেদক:
পুষ্টিবিদ মো:এরশাদ খানের এর উদ্যোগে ফেনী সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেল তিন হাজারেরও অধিক রোগী।
গত ৬ ই আগস্ট শুক্রবার ফেনী সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার ওসমানীয়া আলিম মাদ্রাসায় ফেনীর স্বনামধন্য পুষ্টিবিদ মো: এরশাদ খালমান এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিউট্রিশন প্যারেন্টিং ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত ৫০ জন ডাক্তার, ডেন্টিস্ট ও পুষ্টিবিদ ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর ৩০০০+ রুগীকে সেবা প্রদান ও বিনামূল্যে মেডিসিন বিতরন করেন।
ঢাকা থেকে আগত উল্লেখযোগ্য ডাক্তারগণ হলেন একুশে পদকপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার,
দেশবরেণ্য বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. রাশিদা বেগম,
বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ
অধ্যাপক ডা: জাহাঙ্গীর কবির,
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল প্রমূখ।
সকাল থেকে রুগীদের উপছেপড়া ভীড় ছিল।একজন রুগীর সাথে কথা বলে জানা যায় তিনি বিনামূল্যে দেশবরেণ্য প্রফেসরের কাছ থেকে স্বাস্থ্যসেবা ও মেডিসিন পেয়ে অত্যন্ত আনন্দিত। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় ইতিপূর্বে এ এলাকায় এতবড় মেডিকেল ক্যাম্প ও একইসাথে ৩০ টি বুথে ডিগ্রিধারী ডাক্তার, ডেন্টিস্ট ও পুষ্টিবিদসহ যৌথ ফ্রি মেডিকেল সেবা দিতে দেখা যায়নি। উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নে পুষ্টিবিদ মো এরশাদ খান এর ডাকে নিউট্রিশন প্যারেন্টিং এর পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন আরো একাধিক প্রতিষ্ঠান।
এরমধ্যে ডা: সাকলায়েন রাসেলের আরিজ ফাউন্ডেশন, তাকিয়া বাজারের স্থানীয় বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী হাসান মাহমুদ এর হাফেজ আহসান উল্লাহ ফাউন্ডেশন, মেহের আমজাদ ফাউন্ডেশন, ম্যামস ইন্সটিটিউট অব ফিস্টুলা এন্ড উইমেন হেলথ, উইমেন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশন, ল্যাব ১৩, এন বি এ সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজন পুষ্টিবিদ মো: এরশাদ খান সালমান বলেন, মেডিকেল ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন বিভাগের ৬০জন ডাক্তার ও পুষ্টিবিদ দিনভর স্বাস্হ্য সোবা প্রদান করেছেন এবং ডাক্তাদের সহযোগিতা করতে এলাকার স্হানীয় প্রতিনিধিসহ ২০০ জন সেচ্ছাসেবক কাজ করছেন। এই পুষ্টিবিদ ফেনীর বন্যার্ত মানুষের পূনর্বাসনে পাশে দাড়াতে দেশবাসির প্রতি আহবান জানান।