ছাত্রদের আন্দোলনের ফলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে- জেলা প্রশাসক

 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার সুচিপাড়া ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্র ও আয়নাতলি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে কথা বলেন, জেলা প্রশাসক বলেন, আল্লাহর কৃপা ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। ছাত্রদের আন্দোলনের ফলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এরপর বন্যায় জনগণের মাঝে তোমরা কাজ করছো। সবসময় ভালো কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হলে গর্বের সাথে তা বলতে পারবে। এই গৌরব ধরে রাখতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে যাতে সমাজে শৃঙ্খলা ফিরে আসে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বসির আহমেদ, মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৩:৩৬)
  • ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১