কটিয়াদীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মাইনুল হক মেনু:

আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেলের সুজন চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিত সাহা, সাধারণ সম্পাদক জনি সাহাসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মডেল থানার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কটিয়াদী উপজেলার পৌরসভায় ১৪টি এবং ৬টি ইউনিয়নে ১৮টি মোট ৩২ টি পূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৪:১৭)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১