ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের স্টেশন রোডের ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ( ৩ মে) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
জানা যায়, ঈদের আগের রাতে দোকানগুলোর টিনের চাল কেটে চুরির ঘটনাটি সংগঠিত হয়। ব্যবসায়ীদের অভিযোগ এরআগের মাসেও ঠিক একই কায়দায় দোকানগুলোতে চুরির ঘটনা ঘটেছিল।
চুরির ঘটনা সংগঠিত হওয়া দোকান তিনটি হলো, মেসার্স কিবরিয়া ট্রেডার্স, মীম ফল ভান্ডার ও সীমা ফ্লাওয়ার।
মেসার্স কিবরিয়া ট্রেডার্সের এক কর্মকর্তা জানান, এরআগে এপ্রিল মাসের ৫ তারিখেও একই কায়দায় চুরির ঘটনা সংগঠিত হয়। আমরা থানায় অভিযোগ করেছি। প্রশাসন আশ্বাস দিয়েছে ব্যবস্থা নেওয়ার।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মন্ডল জানান, আমরা চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবশ্যয় ব্যবস্থা নেওয়া হবে।