ভারত-ইসরায়েল সম্পর্ক সত্যিকার অর্থে উড়ছে: জয়শঙ্কর

যমুনা নিউজ বিডিঃ ভারত ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ককে ‘সত্যিকারের বিশেষ’ বলে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে এটাও বলেছেন যে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফর তার জন্য ‘অতি ইন্দ্রিয় মুহূর্ত’ ছিল। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৫ মে) ইসরায়েলের স্বাধীনতার ৭৪ বছর উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে এস জয়শঙ্কর বলেছেন, ‘যখন আমি আমাদের সম্পর্কের দিকে তাকাই, বিগত কয়েক বছর ধরে আমি এর সঙ্গে সম্পৃক্ত। ২০১৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন তেল আবিব সফরে যান, সেটি ছিল আমার জন্য ‘অতি ইন্দ্রিয় মুহূর্ত’। এরপর থেকেই আমাদের সম্পর্ক সত্যিকার অর্থে উড়ছে।’

তিনি আরও বলেন, উভয় দেশ জ্ঞান-ভিত্তিক সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিচ্ছে, বিশেষ করে উদ্ভাবন ও গবেষণা খাতে সহায়তা। ইসরায়েল ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি অবিচ্ছেদ্য অংশ বলেও জানান জয়শঙ্কর।

দিল্লি-তেল আবিব ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু আমি এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমার জন্য সবচেয়ে উৎসাহজনক লক্ষণগুলোর মধ্যে একটি হল বুদ্ধিজীবী। বিপুল সংখ্যক শিক্ষার্থী এখান থেকে সেখানে যাচ্ছে, আমরা গবেষণা প্রকল্প করছি।’

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:৪৮)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০