শাজাহানপুরে দেড়শ’ বছরের ঐতিহ্য টেংগামাগুর বুড়িমাতা মেলা অনুষ্ঠিত

সাইদুজ্জামান তারা শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী টেংগামাগুর শীতলা বুড়িমাতা পুজা ও মেলা জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় বুড়িমাতা’র পুজা। অপরদিকে সোমবার বিকেল থেকেই টেংগামাগুর শীতলা বুড়িমাতা মন্দির চত্বর ও তার আশপাশে বসেছে গ্রামীণ মেলা। প্রায় দেড়শ’ বছর যাবত প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে আসছে বুড়িমাতা’র পুজা ও মেলা। সকাল থেকেই শাজাহানপুর উপজেলার গোহাইল, খন্ডক্ষেত্র, টেংগামাগুর, দাড়িগাছা, হরিণগাড়ী মানিকদিপা, বীরগ্রাম, খরনা নাথ পাড়া, কর্মকার পাড়া ছাড়াও পাশ্ববর্তী শেরপুর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ টেংগামাগুর শীতলা বুড়িমাতা মন্দিরে পুজা করতে ভিড় জমায়। তাদের বিশ্বাস বুড়িমাতার পুজো করলে এবং মানসা করে কিছু দিলে বিপদ-আপদ ও রোগ-বালাই থেকে মুক্ত হওয়া যায়। সমাগত ভক্তবৃন্দ বুড়িমাতা’র বেদীতে প্রণাম জানায়, মানসা হিসেবে দিয়ে থাকেন পাঠা, কবুতর, দুধ, কলা, সন্দেশ ইত্যাদি। এছাড়া পুজো’র পুরোহিতদেরও দিয়ে থাকেন দক্ষিণা। সকাল ৬টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলে পুজো। বিকাল ৫টায় পাঠাবলীর মধ্য দিয়ে শেষ হয় পুজোর কার্যক্রম। অপরদিকে বুড়িমাতার পুজোকে ঘিরে টেংগামাগুর ও আশপাশের এলাকায় জমে ওঠে উৎসবের আমেজ। নাইওরিতে ভরে ওঠে আশপাশের প্রতিটি বাড়ি। মেলার মাছ-মাংস, মন্ডা-মিঠাই, দই, সুমিষ্ট লিচু, রসালো তরমুজ, বাঙ্গী ইত্যাদি দিয়ে চলে নাইওরি আপ্যায়ন। এছাড়া হরেক রকমের খেলনা ও নাগর দোলায় আনন্দে মেতে ওঠে কোমলমতি শিশুরা। এই মেলা থেকে পরিবারের নিত্য প্রয়োজনীয় কাঠের আসবাবপত্র, লোহার সামগ্রি, বাঁশ-বেতের জিনিসপত্র কেনার সুযোগ পান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৫২)
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১