কচুয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা

 

সুজন পোদ্দার ঃ
কচুয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার সকালে কচুয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বক্কর সিদ্দিক, শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন ও মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন। এ সময় সুপারভাইজার হিসেব ৩১জন ও তথ্য সংগ্রহকারী হিসেবে ১শত৫৬জন প্রশিক্ষনার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বক্কর সিদ্দিক জানান ২০ মে থেকে ৮ জুন পর্যন্ত তথ্যসংগ্রহকারীগন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে,১০ জুন থেকে বিভিন্ন কেন্দ্রে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। ১.১.২০০৭ সালে যাদের জন্ম বা তার পূর্বে তারা এ সময় ভোটার হতে পারবে।
সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০,১১,১২ জুন, পাথৈর ইউনিয়ন পরিষদ ভবনে,১৩,১৪ জুন, বিতারা ইউনিয়ন পরিষদ ভবন,১৫,১৬,১৭,১৮ জুন ,পালাখাল রোস্তম আরী কলেজে ১৯,২০,২১ জুন,তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২,২৩,২৪ জুন, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যলয কেন্দ্রে ২৫,২৬,২৭ জুন, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ২৮জুন ,২৯ জুন কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের ,কাদলা ইউনিয়নের আশেক আলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০ জুন, ১,২,৩, জুলাই, কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪,৫,৬,৭ জুলাই, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮.১৪,১৫ জুলাই ,রহিমানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭,১৭,১৮ জুলাই ,আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১৯,২০,২১,২২ জুলাই ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে ২৩,২৪,২৫ জুলাই পৌরসভার ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:০৪)
  • ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১