শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কচুয়া উপজেলা আওয়ামী লীগের দোয়া-মিলাদ

সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদে অংশ নেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, অর্থ সম্পাদক নাজমুল হক মিঠু, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী সহসভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুবলীগ নেতা শরিফ, কচুয়া পৌর বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম প্রমুখ। দোয়া মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। এসময় তিনি বলেন, ১৯৮১ সালে আজকের এই দিনে দেশে ফেরার মধ্যে দিয়ে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাসিত জীবনের ইতি ঘটে। ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রায় ৬ বছর বিদেশে নির্বাসিত ছিলেন আমাদের নেত্রী। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রেীয় জামে মসজিতের খতিব মাও. জামাল হোসেন।
ছবি ঃ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দোয়া-মিলাদ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:৪৬)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০