চিকদাইর ইউনিয়নে পরিবেশ দূষণকারী অপচশীল বর্জ্য কিনলেন ফজলে করিম এমপি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের রাস্তাঘাট, হাট বাজার, বাড়ির আঙ্গিনায় ময়লা-আবর্জনা দেখতে চাই না। পলিথিন, প্লাস্টিকের মতো পরিবেশ দূষণকারী অপচশীল পদার্থ পথেঘাটে, কৃষিজমিতে যাতে দেখা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ২২ মে রবিবার দুপুরে রাউজানের চিকদাইর ইউনিয়নের উদ্যোগে অপচনশীল ময়লা আবর্জনা সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এলাকার লোকজন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরবেশের ক্ষতিকর অপচনশীল ময়লা আবর্জনা কুড়িয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসে ইউনিয়ন পরিষদের মাঠে, বসে আবর্জনার হাট। সেখান থেকে অপচনশীল ময়লা আবর্জনা কিনে নেন এমপি ফজলে করিম চৌধুরী। এতে ১হাজার বস্তা অপচনশীল ময়লা আবর্জনা প্রতি বস্তা ১শ টাকা করে ক্রয় করেন।চিকদাইর ইউনিয়ন পরিষদের আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান চিকদাইর ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রিয়তোষ চৌধুরী। চিকদাইর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী ও ছাত্রলীগ নেতা কাজী মাসুদ রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, আ.লীগ নেতা জসিম উদ্দিন, জাকের হোসেন মাষ্টার,শ্যামল দত্ত, সেলিম উদ্দিন, আলমগীর আলম, আনোয়ার হোসেন, হানিফ মেম্বার, আকতার হোসেন, ইউপি সদস্য লোকমান হোসেন, মোদ্দাচ্ছের হায়দার, নেজাম উদ্দিন, জাগের হোসেন, প্রদীপ দাশ, আনোয়ার, সালাউদ্দিন, যু্বলীগ নেতা জাহেদুল আলম, হামরুল হাসান বারক, নেজাম উদ্দিন, জসিম উদ্দিন, জানে আলম মিনহাজ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তুষার, জাহেদুল আলম, নোমান বিন আজিজিসহ অনেকে।পরে সাংসদ ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (ভোর ৫:৩০)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১