কচুয়ার তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারে অর্থোপেডিক ও গাইনি বিভাগের উদ্বোধন

সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কচুয়া পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জেকে টাওয়ারে অবস্থিত তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থোপেডিক ও গাইনি বিভাগের উদ্বোধন করা হয়েছে। শনিবার অর্থোপেডিক ও গাইনি বিভাগের উদ্বোধন করেন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আফরোজা খান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আহসান উল্লাহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আঃ মান্নান, অর্থোপেডিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মহিবুর রহমান, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দারসহ অনান্যরা।
এক প্রতিক্রিয়ায় তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক রাকিবুল হাসান বলেন, এখন থেকে তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারে প্রতি সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত গাইনি, স্ত্রীরোগ ও প্রসুতি বিদ্যা নিঃসন্তান দম্পতি বিশেষজ্ঞ ও সার্জন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আফরোজা খান এবং প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাত ব্যাথা, হাড় ভাঙ্গা, হাড় জোড়া, আঘাতজনিত, মেরুদন্ড রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মো. মহিবুর রহমান নিয়মিত রোগী দেখবেন। আমি আশা করছি নব-সংযুক্ত এই দুটি বিভাগের মাধ্যমে কচুয়ার জনগন ঢাকা ও কুমিল্লায় না গিয়ে অল্প খরচে কচুয়ায়ই উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৬:৪৩)
  • ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০