পিরোজপুর প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাধারণ মানুষ। আজ শুক্রবার (১০ জনু) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের সহ¯্রাধিক মুসল্লি এ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের এসে শেষ হয়। এসময় আশেপাশের এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ আরো অনেকে।
এসময় আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।