মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি, প্রতিবাদে পলাশে বিক্ষোভ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি মা আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ শুক্রবার দুপুরে পলাশ উপজেলায় জুম্মার নামাজ শেষে শতশত মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কো-অপারেটিভ জুটমিল গেট হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সরকারকে রাষ্ট্রিয় ভাবে ভারতের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হয়। একই সাথে ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আল-খিদমা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা জহির উদ্দিন আনসারী, মাওলানা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী যুবাইর আহম্মদ ভৈরবী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মানছুর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মুফতী ইউসুফ ও প্রচার সম্পাদক কারী মোঃ ইসমাঈল।

অপরদিকে বক্তব্য রাখেন, ঘোড়াশালবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইকরাম হোসেন, ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালের এমডি আফজাল হোসেন মানিক, ঘোড়াশাল বাজারের মা বাবার দোয়া ফার্নিচারের মালিক মোঃ মহিউদ্দিন চিশতিয়া, ঘোড়াশাল বাইতুল হিজরত মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম,

ঘোড়াশাল পৌর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেন, নরসিংদী হাজী আবেদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একে আহসান মাহাবুব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ও পাইকসা হাজী বাড়ী মসজিদের ইমাম মুফতি আবু হানিফ ও ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোজাম্মেল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ২:০৩)
  • ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০