ঠাকুরগাঁও : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর শ্রমিক দলের ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দলীয় সিদ্ধান্ত মতে ২৯ সদস্য বিশিষ্ট মোটর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মজিবর রহমান, এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল গফুর ভূঁইয়া,
শ্রমিক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা দানেশ আলী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জব্বার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।
তিন বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণা শেষে সভাপতি-সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় দলীয় নেতাকর্মীরা।