মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতিশ্রদ্ধা জানিয়ে শনিবার (১৮ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সভা চলে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মোঃ নাছির উদ্দিন আহম্মেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সাংসদ প্রকৌশলী ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, অভ্যান্তরিন কোন্দল ভুলে গিয়ে আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে সাথে নিয়ে ২০২৩ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা নিশ্চিত করতে হবে। সাংগঠনিক বিশৃঙ্খলাকারীদের হুশিয়ার করে বক্তারা আরো বলেন, সামনের দিন গুলোতে কোন গ্রুপিং নয়, দলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করুন।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন,
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম,সহসভাপতি নুরুল ইসলাম মিয়াজি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.হারুনুর রশীদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটয়ারী, সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কামাল হোসেন মিয়াজী,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক। পৌর আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান পাটওয়ারী।