নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আবুল খায়ের (৫০) নামে এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছে। আজ রবিবার (১৯ জুন) দুপুরে আড়িখোলা রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের নরসিংদীর রায়পুরায় উপজেলার পাড়াতলী এলাকার ফজলু মিয়ার ছেলে।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, আজ দুপুরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন আবুল খায়ের। এসময় ঢাকামুখী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, মরদেহ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।