
পুনাক শুধু চাঁদপুর নয় সারাদেশ ব্যাপী বিস্তৃত তাদের কাজ ও পন্যের মান উন্নত এবং সামাজিক কল্যানমূখী কাজ করে থাকেন। পুনাক শিল্প ও পন্য মেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাঁদপুর-৩ সংসদীয় আসনের সাংসদ শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি আরো বলেন, আমি অনেক আনন্দিত চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি’র (পুনাক) উদ্যোগে পুনাক শিল্প মেলায় যুক্ত হয়ে। পুনাক শিক্ষা, সাংস্কৃতিক সহ নানা উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে থাকেন। তিনি আরো বলেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনত রয়েছে। বন্যা কবলিত মানুষকে নিরাপদ আশ্রয় এবং ত্রান সহযোগিতা দিয়ে পাশে থাকবো। এ সকল জেলার পানি নেমে আসলে দেশের বড় নদীর উপর প্রভাব পড়বে তাই চাঁদপুরে নদী ভাঙার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা ইতোমধ্যে শহর রক্ষা বাঁধের জন্য প্রকল্প দিয়েছি পানি উন্নয়ন বোর্ড আমাদের আস্বস্ত করেছেন অচিরেই তা একনেকে পাস করা হবে।