ফুলবাড়ীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত শহিদুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের বাসিন্দা মৃত নবাব উদ্দিন এর ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।পরিচয় নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা মাহাবুর ইসলাম।
বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে,বুধবার দুপুরে বিরামপুর থেকে একটি বাজাজ ১০০সিসি মোটরসাইকেল যোগে ফুলবাড়ীতে হালখাতা খাওয়ার জন্য যাচ্ছিলেন পথে পৌর শহরের নিমতলা মোড়ে সাইড নিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৮-৫৯) চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলামে মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ
লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং ঘাতক ট্রাকটিকে আটক করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি মো:আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে,ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮-৪৮-৫৯)আটক করা হয়েছে। ড্রাইভার এবং হেলফার পলাতক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে
আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৬:১৫)
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১