ত্রিশাল পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের পরিমান ৪৩ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ২০ টাকা। ২২ জুন ২০২২ইং বুধবার পৌর মিলনায়তনে পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছের পক্ষে বাজেট ঘোষণা করেন পেনেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব। অনুষ্ঠানে রাশিদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-২ মানিক সাইফুল, প্যানেল মেয়র (৩) ফাতেমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সমাজ সেবক মশিউর রহমান দীপক, কাউন্সিলর ওসমান গনি কুসুম, শাহীন মিয়া, মেহেদী হাসান নাসিম, আলমগীর কবির, খালেদ মাহমুদ, আনিছুজ্জামান, সংরক্ষিত কাউন্সিলর শাহানাজ পারভীন, বিউটি আক্তার প্রমূখ। বাজেট ঘোষণা শেষে সাংবাদিক এবং উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পেনেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব। ২০২২-২৩ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে মোট আয়- ৬,৫০,৭১,০২০, উন্নয়ন খাতে- ৩৬,৮৭,০০,০০০ টাকা সহ সর্বমোট আয় ৪৩,৩৭,৭১,০২০ টাকা। রাজস্ব খাতে মোট ব্যয়- ৬,৩৪,১৭,০০০ উন্নয়ন খাতে ব্যয় ৩৬,৮৭,০০,০০০ টাকা সহ সর্বমোট ব্যয়- ৪৩,২১,৩৭,০০০ টাকা। উদ্ধৃত্ত- ১৬, ৫৪,০২০ টাকা। অর্থ বছরের জন্য প্রস্তাবিত মোট বাজেট- ৪৩,৩৭, ৭১,০২০ টাকা। উল্লেখ্য ২০২১-২০২২ ইং অর্থ বছরের জন্য সংশোধিত বাজেটের পরিমান ছিল ১১,৪১,২২,৩৫৬ টাকা।

এস.এম রুবেল আকন্দ,
ত্রিশাল, ময়মনসিংহ।
০১৭৫২৮২৫৩২৩

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (বিকাল ৩:১৫)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০