নওগাঁয় আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, বিএনপির শ্লোগান প্রমান করেছে তারা বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত: খাদ্যমন্ত্রী

 

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগ বলে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আর বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাদের স্লোগানই প্রমান করেছে বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। কোন ষড়যন্ত্র তা রুখতে পারেনি। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রা হবে। বিশ্ব দেখতে নিজেদের টাকায় বিশাল পদ্মা সেতু হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আর বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাদের স্লোগানই প্রমান করেছে বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল। তাদের বিচার জনতার আদালতে হবে । শুধু বিএনটি নয়,ড.ইউনুসসহ দেশি-বিদেশী অনেক ষড়যন্ত্র হয়েছে পদ্মা সেতু বন্ধ করার জন্য। কিন্তু শেখ হাসিনার দুরদর্শীতায় দেশের টাকায় পদ্মাসেতু হয়েছে। যারা ষড়যন্ত্র করেছিল তারা এখন কি বলবেন খুব জানতে ইচ্ছে করে।

পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন, সদর আসনের সাংসদ ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কলম, সাধারন সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৫৫)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১