ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের রোগমুক্তি কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

ঠাকুরগাঁও : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের আয়োজন দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন
জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান তুহিন, জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিকদলের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ দলটির অন্যান্যরা ।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলা শ্রমিক দল সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কিছু দিন ধরে মির্জা ফখরুল ইসলাম কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি ব্যক্তিগত চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ১১ জানুয়ারি ২০২২ সে মির্জা ফখরুল ইসলাম করোনা সংক্রমিত হয়েছিলেন।
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৫:১৭)
  • ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০