মো.মজিবুর রহমান রনি ঃ
হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে ৫ খাবার হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৩০ জুন বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রিন্স হোটেলকে ২০ হাজার টাকা, ফুড লাভারস পার্টি সেন্টারকে ১৫ হাজার, আল মদিনা হোটেলকে ১৫ হাজার, তৃপ্তি হোটেল ১৫ হাজার, গাউছিয়া চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হাজীগঞ্জ বাজারের খাবার হোটেলগুলোর রান্না করার কক্ষে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, একই ফ্রিজে রান্না করা এবং কাঁচা মাংস, মাছসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেখতে পায়।
এ সময় হোটেলগুলোকে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশনের নির্দেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম