ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রত্তন ছাত্র উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন,প্রত্তন ছাত্র পৌর মেয়র মাহমুদ আলম লিটন,প্রত্তন ছাত্র রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রোজাউল আলম, দিনাজপুর মেডিকেলে কলেজের সহকারী অধ্যপক ডা. এসকে সাদেক, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,সহকারী অধ্যাপক (অবঃ) বীর মুক্তিযোদ্ধা শাহ ইলিয়াছুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাছান উজ্জল, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রত্তন ছাত্র সৈয়দ হাছান মেহেদী রুবেল, সাংবাদিক রজব আলী, সাংবাদি ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।
প্রস্তুতি সভায় বিদ্যালয়ের প্রত্তন ছাত্র ও ম্যানেজিং কমিটির সভাপতি,উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনকে আহবায়ক ও প্রত্তন ছাত্র পৌর মেয়র মাহমুদ আলম লিটনকে সদস্য সচিব করে শত বছর উদযাপন কমিটির গঠন করা হয়।
উল্লেখ্য ১৯২০ সালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। ২০২০ সালে বিদ্যালয়টির বয়স শত বছর হলেও,অতিমারী করোনা প্রদুর্ভাবের কারনে বিদ্যালয়টির শত বছর উদযাপন করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা প্রদুর্ভাব কমে যাওয়ায় শত বছর উদযাপনের এই প্রস্তুতি নেয়া হয়।

মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:১৭)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০