ইমরান নাজির, মতলব দক্ষিণঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামের ফজলুল হক(৬০) নামের এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেন। জানা যায়, উপজেলার কাজিয়ারা গ্রামের আইন উদ্দিন প্রধানীয়া বাড়ির ফজলুল হক (৬০) রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে ক্যারির ট্যাবলেট (কীটনাশক) খেয়ে অসুস্থ হয়ে পরে এবং বোমি করতে দেখে তারই ফুফাতো বোন নাজমা বেগম ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফজলুল হকের মেয়ে বলেন, পারিবারিক কলহ নয়, কি কারনে আমার বাবা বিষপান করেছে তা আমাদের জানা নেই। আমার বাবার নারায়ণপুর বাজারে হার্ডওয়ারের দোকান রয়েছে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এবং একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
আপডেট টাইম : রবিবার, জুলাই ১৭, ২০২২, ৮১ বার পঠিত
