শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
গত ১৭ জুলাই রবিবার রাউজানে অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে যাওয়া মুদির দোকান নতুন করে নির্মাণ করে দেয়ার ঘোষনা দিয়েছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল ১৮ জুলাই সোমবার তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ আবছারের পুড়ে যাওয়া মুদির দোকান বসতভিটা দেখেন।দোকানদার ও এলাকাবাসীর সাথে বলে ক্ষয়ক্ষতির খবর নেন। স্থানীয়রা জানায় আবছার পরিবারের একমাত্র উপর্জনকারী।মেয়র ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতি সমবেদনা জানিয়ে বলেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর পক্ষে তিনি পুড়ে যাওয়া দোকানঘরটি পাকা করে দেবেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা সাবের উদ্দিন, আবু সালেক, মোহাম্মদ আলমগীর, ফকিরহাট কাপড় ব্যবসায়ী সমিতির নেতা সাদেকুজ্জমান শফি, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু,নাসির উদ্দিন বেলাল হোসেন সিফাত, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আবির প্রমুখ।
রাউজান গহিরা বঙ্গবন্ধু প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ
শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালিত রাউজান গহিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের সার্টিফিকেট বিতরণ ও ৩০ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার (১৮ জুলাই) সকালে প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণ পাঠাগার কমপ্লেক্স ও আই সি টি প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী।রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, কে এম, গোলজার হোসেন,শিক্ষক রাজু ভট্টাচার্য, মো. জাহাঙ্গীর আলম, অনিল কুমার।অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। এর আগে নবাগত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।