শাহাদাত হোসেন , রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর ফকির পাড়ায় জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় শ্বাশুড়ী ও পুত্রবধু আহত হয়েছে।গত ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার সময়ে রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর ফকির পাড়া মহিউদ্দিন ফকির বাড়ীতে এঘটনা ঘটে। প্রতিবেশীর হামলায় আহত মৃত রশিদ আহম্মদের স্ত্রী হোসন আরা বেগম বলেন, প্রতিবেশী হানিফ, রফিক, রিনা আকতার, ঝুমুর আকতার আমার বসত বাড়ীর সামনে আমার রোপন করা ফলজ,বনজ গাছ কেটে ফেলার সময়ে বাধা দিলে অমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।এসময়ে তাঁরা আমার উপর হামলা করলে আমার শোর চিৎকার শুনে আমার পুত্র মিনু আকতার (২৪) ঘর দৌড়ে এসে প্রতিবেশীর হামলা থেকে আমাকে রক্ষা করার চেষ্টা করে। তাঁরা আমার পুত্রবধু মিনু আকতারকেও গাছের লাঠি দিয়ে তাঁর মাথা,হাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রক্তাক্তবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।এসময়ে এলাকার লোকজন দৌড়ে এসে আমাকেও আমার পুত্রবধু মিনুকে আহতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পে নিয়ে যায়।চিকিৎসা শেষে রাউজান থানায় উপস্থিত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য এসেছি। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, হামলার ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।