চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট’

 

রাউজান প্রতিনিধিঃ ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর ব্যবস্থাপনায় ১১তম চিকিসাকেন্দ্র হিসাবে ‘হযরত জালাল উদ্দিন বোখারী (রঃ) দাতব্য চিকিৎসালয়’র উদ্বোধন করা হয়। গত ২১ জুলাই বৃহস্পতিবার দোহাজারী পৌরসভা সংলগ্ন খান প্লাজায় লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে চিকিৎসাকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,রোগগ্রস্ত দরিদ্র মানুষকে তাদের মৌলিক অধিকার ‘চিকিৎসা সেবা’ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট।গুরুত্বপূর্ণ ও কার্যকরি ভূমিকা রেখে চলেছে। ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরতুলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র দূরদর্শী চিন্তা-চেতনার সঠিক বাস্তবায়ন; মূলত কর্মপদ্ধতি সামাজিক অসাম্যতা ও দারিদ্র্য বিমোচনে তাঁর দক্ষ নেতৃত্ব অবশ্যই প্রশংসার দাবী রাখে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।ডা. আবদুর রহমান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ¦ সিরাজুল মোস্তফা, বিশেষ অতিথি আলহাজ্ব আলী আজম খান,গিয়াস উদ্দিন চৌধুরী ও আলহাজ্ব ছাবের আহমদ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ২:০৯)
  • ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০