রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহে তিনজন সফল মৎস্যচাষীকে পুরষ্কার প্রদান

 

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪জুলাই)সকাল ১০টায় নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডস্থ পিংক সিটি-১ এর পুকুরে-লেকে ২০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা-পুরষ্কার বিতরণী সভায় অংশ নেন অতিথি ও মৎস্যজীবীরা।রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।রাউজান উপজেলা সিনিয়র কর্মকতা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকরের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,ইউপি চেয়ারম্যান শাহাবুউদ্দিন আরিফ,প্রকল্প বাস্তবায়ন কর্মকতা নিয়াজ মোরশেদ প্রমুখ।আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৮:১০)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০