নবাবগঞ্জে ল্যাম্ব কর্তৃক শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কিশোরীদের শিক্ষা সহায়তা প্রদান

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
নবাবগঞ্জে আজ ২৭ জুলাই দুপুর ১২ টায় ল্যাম্ব এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট আয়োজনে ও ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহযোগিতায় উপজেলা সভা কক্ষে একটি শিক্ষা সহায়তা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপস্থিত থেকে ৪৮ জন স্কুল হতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করেন।
এই সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম বলেন, নারীরা-কিশোরীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের ও দেশের সম্পদ। আসুন আমরা বাল্যবিবাহ বন্ধ করি, কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি কমায় এবং তাদের সুশিক্ষিত হতে সহযোগিতা করি।
 মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: তোফাজ্জল হোসেন বলেন, কিশোরীদের সুশিক্ষিত করতে পিতা-মাতার ভূমিকা অপরিসীম, সেজন্য আমাদের সবাইকে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় উপজেলা থানা ইন্সপেক্টর (তদন্ত) মো: মনিরুজ্জামান,  উপজেলা সমাজসেবা অফিসার জনাব শুভ্র প্রকাশ চক্রবর্তী, স্থানীয় সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধিগণ, শিক্ষক মন্ডলী, বে-সরকারী প্রতিনিধিবৃন্দ, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৬:১৯)
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১