যেথায় আপন স্বার্থ গুরুত্বহীন,
শত কষ্টের মাঝেও হাসি খুশি ভাবে
পথচলা কেন হবে মূল্যহীন,
কেন এই সমাজের বুকে
মানুষগুলি অন্যকে ভাঙাতে চায়,
কেন স্বীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়,
কেন শ্রেণীবিভাজনময় এই সমাজে
সর্বদাই আপন হয়ে যায় পর,
কেন পরের কল্যাণে কাজ না করে
সর্বদাই হ আমরা হই স্বার্থপর,
নিজের স্বার্থসিদ্ধির জন্য
একজনের বুকে ছুরি বসাতেও
এক তিল করিনা কারপর্ন্য,
কেন এই ঘুরে ধরা সমাজে
আমরা আপন কর্ম দ্বারা
আজ ও হতে পারি নাই ধন্য,
এসো বন্ধু হাতে হাত রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে
সমাজ টাকে পাল্টাই,
এখনো সময় আছে মহান
আল্লাহর কথা স্মরণ করে
একটুখানি দৃষ্টিভঙ্গি বদলাই
আপডেট টাইম : শনিবার, জুলাই ৩০, ২০২২, ২১১ বার পঠিত
