ফরিদগঞ্জে  ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা

 

মোশারফ হোসেন ফারুক মৃধা  ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে সার ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮ ধারায় ৩ টি প্রতিষ্ঠান কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলার কালির বাজারে সারের দোকানে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্য রাখায় সার ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম ভূইয়াকে ৫০হাজার, মোঃফখরুল আলমকে  ৫০হাজার ও মো. জহিরুল ইসলাম বকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানার উপ-পরিদর্শক (এসআই)  বরকত উল্যাহ পুলিশ ও  আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও )

তাসলিমুন নেছা বলেন, যারা ব্যবসা পরিচালনা করে, সকলের উচিত ভোক্তা অধিকার ও সরকারের সকল নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করা। আজ কৃষি উপকরন  ব্যবসায়ীদের দোকান গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। যথা নিয়মে  আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (বিকাল ৪:২৯)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০