অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু মিমি আক্তার (২০) পূর্ব ফতেপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় নিহত মিমি আক্তার তার ৮ মাস বয়সের বাচ্চার কাপড় পরিস্কার করে নিজ
বাড়ির আঙিনায় বিদ্যুতের তারে শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত মিমি আক্তারকে সেখান থেকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।