হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলনের পর শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যােগে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলােচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হােসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশিদ প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদান এবং যুব উনয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব প্রশিক্ষণের সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে।