মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস বিল সমন্বিত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামে পামকিন প্লাস এ্যগ্রো লি: এর উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পামকিন প্লাস এ্যগ্রো লি: এর ইনভেটর এন্ড ফাউন্ডার ডিরেক্টর আজম নাজমুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন কৃষি ও মৎস খাতকে এগিয়ে নিতে এখানে আর্ন্তজাতিক মানের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে নারী-পুরুষ উভয়কেই প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা মৎস চাষ ও কৃষি খাতকে আরও এগিয়ে নিতে পারবে। এছাড়াও তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা সাবলম্বি হতে পারবে। সে কারনের উন্নত প্রশিক্ষনের জন্য এই এলাকায় আর্ন্তজাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এউপলক্ষে মহেশপুর মৌজার ১১.৪০ একর জমিতে গড়ে তোলা হবে এই প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো। এসময় এলাকার প্রায় শতাধিক স্থানীয় কৃষক,জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।