ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে
জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত করন,
কালো ব্যাচ ধারন,সকাল ৭টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ,উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,প্রেসক্লাব,থানা পুলিশ,রাজনৈতিক,পেশাজিবী এবং সেবা মুলক সংগঠন,সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপজেলা চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
নিবেদন করা হয়। এবং উপজেলা চত্বরে বৃক্ষ রোপন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর শহরে শোক র্যলী বের করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান
ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো.আসাদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মন্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা সহকারী কমিশনার ভূমি শামিমা আক্তার জাহান,সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.এছার উদ্দিন,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুল ইসলাম প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতাকর্মী,সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা এবং সুবিধাজনক সময়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৪:০৩)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১