জাতীয় শোক দিবসে রাউজান পৌরসভায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেল সাড়ে ৩ হাজার মানুষ

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার ব্যাবস্থাপনায় ১ হাজার ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ৫০০ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ১ হাজার ৪০০ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।সোমবার (১৫ আগস্ট)১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুুরী। সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুুস সামাদ সিকদার। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,জেবুন্নেছাসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। উদ্বোধনের পর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসক।পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, জাতীয় শোক দিবসের চিকিৎসা নিয়েছে প্রায় ১ হাজার ৫০০ পৌর নাগরিক।এছাড়া ডায়াবেটিক পরিক্ষা করেছেন ৫শত জন, রক্তের গ্রুপ নির্ণয় করেছেন ১৪শত মানুষ। পরে পৌরসভায় স্থাপন করা মানবতার কুঠির উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এর আগে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:২৬)
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১