শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : ঝিকরগাছা উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় পোষ্ট অফিস সংলগ্ন সফর উদ্দিন মার্কেটের সামনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. এবিএম আহসানুল হক আহসান। ঝিকরগাছা উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, চৌগাছার পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান অবায়দুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান, শার্শার ডিহি ইউনিয়ন চেয়ারম্যান আশাদুল ইসলাম মুকুল, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, আনিসুর কাদির ইলিয়াস, শফিউর রহমান, জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি নাজমুস সাকিব, যবপ্রবির শহীদ মশিউর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, পিইএসএস বিভাগের ছাত্রলীগ সভাপতি আসিফ আল মাসুদ, ছাত্রলীগকর্মী বিল।লাল হোসেন, মুজাহিদুল ইসলাম, আবু বকর, মেহেদী হাসান, হাসান আলী, রাফি, যশোর জেলা ছাত্রলীগের কর্মী জয়দেব কুমার, চৌগাছা উপজেলা ছাত্রলীগ কর্মী রিফাত আরিফিন প্রমুখ।